ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে হাতকড়াসহ আসামি পলায়নের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
সাভারে হাতকড়াসহ আসামি পলায়নের অভিযোগ

সাভারে চার পুলিশের কাছ থেকে হাতকড়াসহ হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাভার: সাভারে চার পুলিশের কাছ থেকে হাতকড়াসহ হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার আমিন বাজার এলাকায় বাস থেকে শামীম (৩৮) নামে ওই আসামি পালিয়ে যায়।

নাটোর জেলার ডিআইও কর্মকর্তা মো. ইব্রাহীম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাতে নাটোর কারাগার থেকে শামীম নামে হত্যা মামলার এক আসামিকে যাত্রীবাহী একটি বাসে করে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হচ্ছিলো।

এসময় বাসটি সাভারের আমিন বাজারে পৌঁছালে ওই আসামি হাতকড়াসহ পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে আসামির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেন নি।

এদিকে ঘটনাটি জানতে পেরে সাভার মডেল থানা পুলিশ শামীমকে গ্রেফতারে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে বলে বাংলানিউজকে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬

এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।