ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাসিক নির্বাচন

ভোটকেন্দ্রের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ভোটকেন্দ্রের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শুধু ভোটকেন্দ্র নয়, কেন্দ্রের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

নারায়ণগঞ্জ: শুধু ভোটকেন্দ্র নয়, কেন্দ্রের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

তিনি বলেন, পর্দা ঘেরা বুথে শুধু ভোটাররাই যাবে।

ভোটকেন্দ্রের কেন্দ্রের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। র‌্যাব, পুলিশ, আনসার সদস্যরা সার্বক্ষণিক সতর্ক থাকবেন। ৭ মেয়র প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে’।

বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করে এসব কথা জানান তিনি।  

এ সময় তিনি সব প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলতে অনুরোধ করেন।

তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে সবদিক থেকে আমরা স্বচ্ছ রয়েছি। আশা করি নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।