ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে ইয়াবাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
কালিগঞ্জে ইয়াবাসহ আটক ২

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

যশোর: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে যশোর র‌্যাব-৬ ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার সিংগী গ্রামের পান্নার মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার ফরাসপুর গ্রামের ওবায়দুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান শান্ত (২১) ও সিংগী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রিজু (৪৫)।

আব্দুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার সিংগী গ্রামের পান্নার মোড়ে অভিযান চালিয়ে মেহেদী ও রিজুকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।