ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পরিদর্শক হলেন ৪১৬ উপ-পরিদর্শক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
পরিদর্শক হলেন ৪১৬ উপ-পরিদর্শক

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক পদে ৪১৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদরদফতরের এক আদেশে বিষয়টি জানানো হয়। তাদের দেশের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।

ঢাকা: পুলিশের উপ-পরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক পদে ৪১৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদরদফতরের এক আদেশে বিষয়টি জানানো হয়।

তাদের দেশের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদরদফতর জানায়, বর্তমান সরকারের সময়ে সবচেয়ে বেশি সংখ্যক এসআই’র পদোন্নতির ঘটনা এটাই প্রথম। পদোন্নতি পাওয়া পরিদর্শকদের পুলিশের নবগঠিত বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।