ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
মোহাম্মদপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে সাদেক খান রোডে মাইক্রোবাসের ধাক্কায় মো. ইয়াছিন মোল্লা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ‍সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সাদেক খান রোডে মাইক্রোবাসের ধাক্কায় মো. ইয়াছিন মোল্লা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ‍সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিশু ইয়াছিন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধানেশ্বর গ্রামের মো. ছাব্বির মোল্লার ছেলে।

শিশুটির চাচা মো. কবির মোল্লা বাংলানিউজকে বলেন, মোহাম্মদপুর সাদেক খান রোড হিরাবস্তিতে শিশু ইয়াছিন তারা বাবা-মায়ের সঙ্গে থাকতো। ওই বস্তির সামনের সড়কে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটি মারা যায়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত কুমার সাহা বাংলানিউজকে বলেন, নিহত শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এজেডএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।