ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এদুয়ার্দো দ্য লেগলেসিয়া।

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এদুয়ার্দো দ্য লেগলেসিয়া।

বুধবার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন স্পেনের রাষ্ট্রদূত।

এ সময় বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

স্পেনের ৪টি কোম্পানি বাংলাদেশে ৫টি প্রকল্পের মাধ্যমে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন কার্যক্রমের প্রকল্পে ১টি স্পেনিশ কোম্পানি কার্যাদেশ পাওয়ায় মন্ত্রী এদুয়ার্দো দ্য লেগলেসিয়াকে অভিনন্দন জানান।

এর আগে স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।