ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
শরীয়তপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ উপলক্ষে শরীয়তপুরে সংবাদ সম্মেলন হয়েছে।

শরীয়তপুর: ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ উপলক্ষে শরীয়তপুরে সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জানানো হয়, দ্বিতীয় রাউন্ডে ১০ ডিসেম্বর (শনিবার) সারাদেশের মতো শরীয়তপুরের ছয়টি উপজেলায় ১৮শ’ ক্যাম্পের মাধ্যমে এক লাখ ৫৯ হাজার ৯১৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৯৭৮ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। পাঁচ হাজার ২৪৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

সভায় সভাপতিত্ব করেন- সিভিল সার্জন ডা. মসিউর রহমান। সভা পরিচালনা করেন ডা. মো. আজিজ খান।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।