ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ২৯ কেজির কষ্টি পাথরসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
নারায়ণগঞ্জে ২৯ কেজির কষ্টি পাথরসহ আটক ২

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ২৯ কেজি ওজনের কষ্টি পাথরসহ দুইজনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ সদস্যরা।

কুমিল্লা: নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ২৯ কেজি ওজনের কষ্টি পাথরসহ দুইজনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ সদস্যরা।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা র‌্যাব-১১ এ তথ্য জানায়।

আটক ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মো. জালাল উদ্দিন (৫৬) ও চরপাড়া রূপসী গ্রামের মো. মিসির আলী (৪৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বস্তল গ্রামের মো. মুনসুরের বাড়িতে অভিযান চালায় ৠাব। এসময় একটি কষ্টি পাথরসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

পাথরটির ওজন ২৯ কেজি এবং লম্বায় ৩১ ইঞ্চি। অভিযানের বিষয়টি বুঝতে পেরে গাজীপুর জেলার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মো. মুনসুর (৩৩) ও গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংগাহাটি গ্রামের মৃত আসর আলীর ছেলে মো. শাহজাহান মণ্ডল (৪৫) পালিয়ে যায়।

উদ্ধারকৃত পাথরের আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২’র কমান্ডার মেজর মোস্তফা কায়জার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।