ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ছাদ থেকে পড়ে পু‌লিশ সদস্যের স্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
বরিশালে ছাদ থেকে পড়ে পু‌লিশ সদস্যের স্ত্রীর মৃত্যু

বরিশাল নগরীর গোরস্থান রোডে হাতেম আলী কলেজের পেছনের ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে সানজিদা (১৯) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে।

ব‌রিশাল: বরিশাল নগরীর গোরস্থান রোডে হাতেম আলী কলেজের পেছনের ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে সানজিদা (১৯) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ঢাকায় কর্মরত পুলিশ সদস্য মাসুম বিল্লাহর স্ত্রী।
 
মৃত সানজিদার দেবর রা‌কিব বাংলানিউজকে জানান, সন্ধ্যার আগে কাপড় আনতে ছাদে ওঠেন সানজিদা। এ সময় তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তি‌নি আরো জানান, ৬/৭ মাস আগে তার ভাইয়ের সঙ্গে সানজিদার বিয়ে হয়। এ বাসায় ভাবীর সঙ্গে তি‌নি ও তার বোন থাকতেন।

শেবাচিম হাসাপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।