ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নানা কর্মসূচিতে পিরোজপুরে বিদ্যুৎ সপ্তাহ পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
নানা কর্মসূচিতে পিরোজপুরে বিদ্যুৎ সপ্তাহ পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত হয়েছে।

পিরোজপুর: নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত হয়েছে।

 

এ উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) সকালে পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে পল্লীবিদ্যুৎ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পিরোজপুর-হুলারহাট সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তরের মিলনায়তনে মহাব্যবস্থাপক শংকর কুমার করের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন-পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-মহাব্যবস্থাপক শেখ মো. ইসহাক আলী, সহকারী মহাব্যবস্থাপক ব্রজ গোপাল দেবনাথ, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম সিকদার ও সেরা গ্রাহক ফারুক মিয়া প্রমুখ।

সভা শেষে তিনজন শ্রেষ্ঠ গ্রাহক ও দু’জন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।