ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে পুলিশ সুপারকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
রামগতিতে পুলিশ সুপারকে সংবর্ধনা

দস্যু নির্মূল ও আইন-শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে সংবর্ধনা দিয়েছেন রামগতির জেলেরা।

লক্ষ্মীপুর: দস্যু নির্মূল ও আইন-শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে সংবর্ধনা দিয়েছেন রামগতির জেলেরা।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রামগতি থানা প্রাঙ্গণে উপজেলা মৎস্যজীবীদের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং সেল এ সংবর্ধনার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন-স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।