ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর বিসিক শিল্পনগরীর কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
রাজশাহীর বিসিক শিল্পনগরীর কারখানায় আগুন

রাজশাহীর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত জিএম কেমিক্যাল ওয়ার্কস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাজশাহী: রাজশাহীর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত জিএম কেমিক্যাল ওয়ার্কস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

রাজশাহী সদর ধমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। কোনো হতাহতের খবরও পায়নি।
শরিফুল ইসলাম জানান, রাতে শ্রমিকরা ফ্যাক্টরিটি বন্ধ করে চলে যাওয়ার পর এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আশপাশের লোকজন ফ্যাক্টরিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এসএস/আরবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।