ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ঝিনাইদহে চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কনক কান্তি দাসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কনক কান্তি দাসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জাসদ মনোনীত প্রার্থী মুন্সী এমদাদুল হকের অভিযোগের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়।


 
ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কনক কান্তি দাস নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন-এমন লিখিত অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী এক  প্রার্থী। বিষয়টি আমলে নিয়ে কনক কান্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।