ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বড়াইগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গ্যাস ট্যাবলেট (কীটনাশক জাতীয়) খেয়ে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবকের ম‍ৃত্যু হয়েছে।

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গ্যাস ট্যাবলেট (কীটনাশক জাতীয়) খেয়ে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবকের ম‍ৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার পিরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাইফুল ইসলাম ওই গ্রামের গিয়াস উদ্দিন কাজীর ছেলে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল ইসলাম বাংলানিউজকে জানান, গত রাতে পারিবারিক কলহের জেরে সাইফুল ইসলাম অভিমান করে গ্যাস ট্যাবলেট খায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।