ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
নবীনগরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মিঠুন পাল (২৮) ও বিউটি নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই কাপড়ে বাঁধা স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন মিঠুন পাল (২৮) ও তার স্ত্রী বিউটি।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিঠুন ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকার নরেন্দ্র পালের ছেলে ও বিউটির বাবার বাড়ি বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে।

এলাকাবাসীরা জানায়, প্রায় আট মাস আগে মিঠুনের সঙ্গে বিউটির বিয়ে হয়। বুধবার (০৭ ডিসেম্বর) রাতের খাবার শেষে বিউটি ও মিঠুন নিজেদের ঘরে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় সন্দেহ হলে এলাকার লোকজনকে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে ঘরে ঢুকে তীরের সঙ্গে একই কাপড়ে বিউটি ও মিঠুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এসময় এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।