ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
লক্ষ্মীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ হলরুমে জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।

কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

সমাবেশে বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার সার্কেল খন্দকার গোলাম  শাহনেওয়াজ, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এ সময় বক্তারা নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তাসহ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে আলোকপাত করেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।