ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
শ্যামনগরে ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান আটক

নাশকতার প্রস্তুতিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা: নাশকতার প্রস্তুতিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাকে আটক করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশে দলীয় নেতাকর্মীদের নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন ফারুক। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ফারুককে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।