ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বনশ্রীতে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বনশ্রীতে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একব্যাক্তিকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একব্যাক্তিকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল ডিভিশনের উপ-কমিশনার আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ওইব্যক্তি রিকশা যোগে ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা দু’টি মোটরসাইকেলযোগে এসে তার পায়ে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এজেডএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।