ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চৌগাছায় নির্মাণ শ্রমিক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
চৌগাছায় নির্মাণ শ্রমিক খুন

যশোরের চৌগাছায় হোসেন আলী (৪৮) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন।

যশোর: যশোরের চৌগাছায় হোসেন আলী (৪৮) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন।

 

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে চৌগাছা উপজেলার কড়াইতলা এলাকা থেকে তার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে কড়াইতলা এলাকার একটি মেহগনি বাগানে হোসেন আলীর হাত-পা বাঁধা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির স্ত্রী হাসিনা বেগম বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যায় পাশের গ্রামে ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে তার স্বামী নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে তার মৃতদেহ পাওয়া গেলো।

তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন ওসি।

কারা কেন হোসেনকে হত্যা করেছে তা জানার চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।