ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
দৌলতপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাইক্রোব‍াস নিয়ন্ত্রণ হারিয়ে তোফাজ্জল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাইক্রোব‍াস নিয়ন্ত্রণ হারিয়ে তোফাজ্জল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার আরিয়া ইউনিয়নের বড় গাঙ্গিয়া গাজীরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জল বড় গাঙ্গিয়া গাজীরমোড় এলাকার বাসিন্দা।  

আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা কবির উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, সকালে আরিয়া ইউনিয়নের বড় গাঙ্গিয়া গাজীরমোড় এলাকায়ে একটি মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানের উঠে যায়। এসময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে তোফাজ্জল নামে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যায়।     

এসময় বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটি আগুন ধরিয়ে দেয়। পরে মিরপুর ও বেড়ামারা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।