ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
সাতক্ষীরায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

সাতক্ষীরায় পুলিশের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মোহনপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে জাহিদ হাসান ও ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন।

সদর থানার ‌উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে মাদক মামলার আসামি নাসির ও কুদ্দুসকে গ্রেফতার করে সদর উপজেলার মোহনপুর এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান এসআই মোমরেজ। এসময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এসআই মোমরেজ বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মামলার পরোয়ানাভুক্ত দু’জনকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
বিএসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।