ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বগুড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় মাদ্রাসা ছাত্রী আকলিমা খাতুনের (৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় মাদ্রাসা ছাত্রী আকলিমা খাতুনের (৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে।


 
বেলা ১২টার দিকে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের শাহানগর গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে নিজ ঘরের শয়ণকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
 
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, মেয়েটির মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। সে স্থানীয় শাহানগর দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মেয়েটি কি কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
 
তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।