ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

খাগড়াছড়ি: ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথ উদ্যোগে এ দিবসের আয়োজন করে।

এ উপলক্ষে সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। আয়োজিত মানববন্ধনে বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সনাক সভাপতি অধ্যাপক ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউসার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- টিআইবি’র এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।

এ সময় দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।