ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
কালাইয়ে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত, আটক ২

জয়পুরহাটের কালাই উপজেলার ইটাইল গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে আমজাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার ইটাইল গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে আমজাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন ওই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় লাল বিবি ও তরিকুল ইসলাম নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি আনছার আলী ও তার ছেলে তরিকুল ইসলাম আমজাদ হোসেনকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ তরিকুল ও তার মা লাল বিবিকে আটক করে। আমজাদ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।