ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়িতে ট্রাক্টরচাপায় শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
পলাশবাড়িতে ট্রাক্টরচাপায় শিশু নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় শরিফ মিয়া (০৫) নামে এক শিশু নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে শরিফুল ইসলাম (০৫) নামে অপর এক শিশু।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় শরিফ মিয়া (০৫) নামে এক শিশু নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে শরিফুল ইসলাম (০৫) নামে অপর এক শিশু।

শুক্রবার (০৯ নবেম্বর) দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের উপজেলার হরিণাবাড়ী বাজার এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে শরিফ ও শরিফুল বাইসাইকেলে বাড়ি থেকে গাইবান্ধা শহরে যাচ্ছিল। পথে হরিণাবাড়ী বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় শরিফুল।

এ ঘটনায় ট্রাক্টর চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ০৯, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।