ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ দিবসে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ দিবসে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর: আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরআগে ওই বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোসাররফ হোসেন, সদস্য নুরুল আহামেদ, রেহেনা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।