ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বেগম রোকেয়া দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
মেহেরপুরে বেগম রোকেয়া দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

মেহেরপুর: মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা জাতীয় মহিলা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে সকালে কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও জয়িতাদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
 
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজমে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর।
 
বিশেষ অতিথি ছিলেন- জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোসারফ হোসেন, সিডিপির কো-অর্ডিনেটর জনপি বিশ্বাস।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারী নেত্রী রাফিয়া খাতুন, নীলা খাতুন, রাবিয়া খাতুন, সুফিয়া আক্তার জামিলা প্রমুখ।
 
পরে সমাজে নারী উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় জেলা পর্যায়ে ফারহানা মমতাজ, খুরশিদ খাতুন, মর্জিনা খাতুন, আর্জিনা খাতুন ও লাল বানু এবং সদর উপজেলা পর্যায়ে আলতাফন নেছা, ফাইমা খাতুন, মর্জিনা খাতুন, রশিদা খাতুন ও লাল বানুকে জয়িতা পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।