ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়ানমারে রোহিঙ্গা মুসলমাদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী: মায়ানমারে রোহিঙ্গা মুসলমাদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) ‘সর্বস্তরের মুসলিম জনতার’ ব্যানারে জুমার নামাজের পর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

তবে পরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ম‍ায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর যে বর্বরতা চলছে, তা ইতিহাসের নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন। এ সময় মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন, নিপীড়নসহ সব মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়।

সমাবেশ থেকে বক্তারা রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হামলা ও নির্যাতন অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে মুসলীম জনতার আহ্বায়ক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতার বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
এসএস/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।