ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাকিলের স্মরণে ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
শাকিলের স্মরণে ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল স্মরণে ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুম্মা নগরীর বাঘমারার নিজ বাসভবন ও মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল স্মরণে ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুম্মা নগরীর বাঘমারার নিজ বাসভবন ও মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আল স্বপন, আহমদ হোসেন, এনামুল হক শামীম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, গৌরীপুর আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন, ভালুকার সংসদ সদস্য ডা. এম আমানউল্লাহ, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

দোয়া মাহফিলের আগে শাকিলের বাবা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা শাকিলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

দোয়া পরিচালনা করেন স্টেশন মসজিদের পেশ ইমাম মো. রফিকুল ইসলাম হামেদি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমএএএম/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।