ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় ডিগ্রি পরীক্ষার্থী নিহত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় ডিগ্রি পরীক্ষার্থী নিহত 

কুমিল্লার বুড়িচং উপজেলায় বালুবাহী ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. মাসুম (২৪) নামে এক ডিগ্রি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী শাকিল (২৩) গুরুতর আহত হন। 

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় বালুবাহী ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. মাসুম (২৪) নামে এক ডিগ্রি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী শাকিল (২৩) গুরুতর আহত হন।

 

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বুড়িচং-মিরপুর সড়কের আগানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মাসুম ষোলনল ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। তিনি এরশাদ ডিগ্রি কলেজের ডিগ্রি পরীক্ষার্থী ছিলেন।  

আহত শাকিল উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর খন্দকার বাড়ির খোরশেদ আলমের ছেলে।  

স্থানীয় সূত্র জানায়, আগানগর এলাকায় বুড়িচংগামী একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।  

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া জানায়, দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।