ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে তক্ষকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
শ্যামনগরে তক্ষকসহ আটক ২

সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলায় এক‌টি তক্ষকসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে পু‌লিশ।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলায় এক‌টি তক্ষকসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে পু‌লিশ।
 
শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার খাগড়াঘাট গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- খাগড়াছড়ি জেলার বেলছড়া গ্রামের মৃত বকস গাজীর ছেলে রাসেদ গাজী ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের ছফুর মোড়লের ছেলে সাইফুল মোড়ল।

শ্যামনগ‌র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তাফিজুর রহমান বাংলা‌নিউজ‌কে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে খাগড়াঘাট গ্রা‌মে অভিযান চালানো হয়। এসময় সাইফু‌লের বা‌ড়ি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে এক‌টি তক্ষক সাপ উদ্ধার করা হয়। পরে সাইফু‌ল ও রাসেদকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।