ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া প্রেসক্লাবের বিজয় দিবস টি-২০ টুর্নামেন্ট রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বগুড়া প্রেসক্লাবের বিজয় দিবস টি-২০ টুর্নামেন্ট রোববার

বগুড়া প্রেসক্লাবের সদস্যদের নিয়ে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রোববার (১১ ডিসেম্বর)।

বগুড়া: বগুড়া প্রেসক্লাবের সদস্যদের নিয়ে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রোববার (১১ ডিসেম্বর)।

সকাল সাড়ে ৮টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত ৮টায় বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাবু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।

ক্লাব সদস্যদের নিয়ে বাঙালি, যমুনা, করতোয়া ও ইছামতি নামে ৪টি দল গঠন করা হয়েছে।

রোববার সকাল ৯টায় বাঙালি ও যমুনা এবং সকাল সাড়ে ১০টায় করতোয়া ও ইছামতি দল মুখোমুখি হবে। সব খেলোয়াড়দের সকাল সাড়ে ৮টায় স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

১৭ ডিসেম্বর (শনিবার) চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমবিএইচ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।