ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবসে আলোক প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবসে আলোক প্রজ্জ্বলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবসে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।

হবিগঞ্জ: আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবসে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।

আলোক প্রজ্জ্বলন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

গত বছরের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। এর পর দ্বিতীয়বারের মতো দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
 
সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মো. সফিকুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর কমান্ডার মুক্তিযোদ্ধা সার্জেন্ট মো. আব্দুল আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শায়েস্তাগঞ্জের আহ্বায়ক মো. সোহরাব আলী, শায়েস্তাগঞ্জ থিয়েটারের প্রধান সমন্বয়কারী মো. মতিউর রহমান জিতু।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. আকবর আলী, মুক্তিযোদ্ধা মাহতাব আলী, বীরবিক্রম মুক্তিযোদ্ধার সন্তান মো. বজলু মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান মো. ঝুমা মিয়া, শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারের সভাপতি মো. আব্দুল হক রেনু ও সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আরআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।