ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বেগমগঞ্জে ইয়াবাসহ আটক ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১২ হাজার পিস ইয়াবা ও এক লাখ সাত হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১২ হাজার পিস ইয়াবা ও এক লাখ সাত হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

 

শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার একলাশপুর বাজারের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আমিন উল্লার ছেলে আমির হোসেন আলী (৩৫), একই উপজেলার শরিফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন মাসুদ (৩৩) ও মোজাফ্ফর আলীর ছেলে জামসেদ আলম (৩২)।

নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে একলাশপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১২ হাজার পিস ইয়াবা ও এক লাখ সাত হাজার টাকাসহ ওই তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।