ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ মুক্ত দিবসে বিজয় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ময়মনসিংহ মুক্ত দিবসে বিজয় র‌্যালি

ঐতিহাসিক ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরীর ছোট বাজার মুক্তমঞ্চের সামনে থেকে এ র‌্যালি বের হয়।

ময়মনসিংহ: ঐতিহাসিক ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরীর ছোট বাজার মুক্তমঞ্চের সামনে থেকে এ র‌্যালি বের হয়।

দীর্ঘ এ র‌্যালির নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ছোট বাজার এলাকায় এসে শেষ হয়।

এ সময় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন, সহকারী কমান্ডার মতিউর রহমান, কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে এক সমাবেশে ঐতিহাসিক ১০ ডিসেম্বর নিয়ে স্মৃতিচারণ করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।