ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
চাঁদপুরে মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর: চাঁদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন ও জাতীয় মানবাধিকার সোসাইটির এ কর্মসূচির আয়োজন করে।

দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি চাঁদপুর-কুমিল্লা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিপ্লব সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- আসক চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম.এম. সফিকুর রহমান, আসক লিগ্যাল এইড আইনজীবী এম.এম. হালিম পাটওয়ারী।

জাতীয় মানবাধিকার সোসাইটি চাঁদপুর জেলা শাখার সভাপতি এম.এম. কামালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী মনির খান, মাইনুল ইসলাম মানিক ও সোহেল রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।