ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ার ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বগুড়ার ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে বগুড়ার পাঁচ লাখোধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া পৌরসভা কেন্দ্রে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএএম রফিকুন্নবী। বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বগুড়া: দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে বগুড়ার পাঁচ লাখোধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
 
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া পৌরসভা কেন্দ্রে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএএম রফিকুন্নবী।

বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
 
ক্যাম্পেইন উদ্বোধনকালে পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলার সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব, ডেপুটি সিভিল সার্জন ডা. এটিএম নুরুজ্জামান সঞ্জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব বাংলানিউজকে জানান, শিশুদের রাতকানাসহ অন্যান্য রোগ প্রতিরোধ এবং স্বাভাবিক ভাবে বেড়ে উঠা নিশ্চিত করতে সারাদেশে দুই কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।  

এ ক্যাম্পেইনের অংশ হিসেবে বগুড়ার ৬-১১ মাস বয়সী ৬১ হাজার ৪৬ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং  ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৬ হাজার ১৯৬ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে।  
 
স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীসহ ৮ হাজার ৮শ’ ২০ জন কেন্দ্রগুলোতে ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করছেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।