ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
খুলনায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুষ্ঠিত হয়েছে।

খুলনা: নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর ফুল মার্কেট মোড় থেকে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিট র‌্যালি বের করে।

র‌্যালিটি শহীদ হাদিস পার্কে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অধিকার খুলনা ইউনিটের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা আব্দুল্লাহ যোবায়ের।

এতে বক্তব্য রাখেন সাংবাদিক এহতেশামুল হক শাওন, অ্যাডভোকেট এসএম ওয়াছিউর রহমান হিরক, সংগঠক মাহবুব আলম বাদশা, হিউম্যান রাইটস ডিফেন্ডার কেএম জিয়াউস সাদাত।

সমাবেশে বক্তারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া দিবসটি উপলক্ষে ‘১৯৭১ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’এর ট্রাস্টি সম্পাদক ডা. শেখ বাহারুল আলম বলেন, জাতি ধর্ম নির্বিশেষে রোহিঙ্গাদের ওপর এ অত্যাচার, গণহত্যা বন্ধ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক নেতাদের এগিয়ে আসতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রাস্টি হুমায়ুন কবির ববি, ট্রাস্টি শংকর কুমার মল্লিক, জাদুঘর পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, অমল কুমার গাইন ও ডা. সোহানা সেলিম।

এতে খুলনার বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬

এমআরএম/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।