ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

নাটোরের সিংড়ায় খাস জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।

নাটোর: নাটোরের সিংড়ায় খাস জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাতপুকুরিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাতপুকুরিয়া গ্রামের নার্গিস বেগম (৪০), আব্দুর রাজ্জাক (৫৫), মিন্টু মিয়া (৪৫), মকবুল হোসেন (৬৫), নাইম (২৫), আক্কাস আলী (৪৪), আব্দুস সাত্তার, মাসুদ আলী (৩৫), ফন্টু (৩৫) ও রাব্বি (২৮)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, সাতপুকুরিয়া গ্রামে জমি নিয়ে মিন্টু ও রাজ্জাকের মধ্যে বিরোধ চলে আসছিল। দুপুরে রাজ্জাক ও তার লোকজন জমি দখল করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ৯ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।