ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৩ ছিনতাইকারী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
সৈয়দপুরে ৩ ছিনতাইকারী গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের জসিম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের আব্দুল হামিদের ছেলে আমিনুল (২৬), রংপুরের মোমিনপুরের সাহেব আলীর ছেলে মোছাদ্দেক হোসেন (৪০) ও রংপুরের লালচাঁদপুর এলাকার ইলিয়াছের ছেলে মাসুদ রানা (৩০)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে শহরের জসিম বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়ামাহা এফজেডএস কালো রঙের একটি চোরাই মোটরসাইকেলসহ আমিনুল, মোছাদ্দেক ও মাসুদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ‍ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।