ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে জাল টাকা ব্যবসায়ী গ্রেফতার

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বদরগঞ্জে জাল টাকা ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের বদরগঞ্জ থেকে দুলাল মিয়া (৪২) নামে এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি।

রংপুর: রংপুরের বদরগঞ্জ থেকে দুলাল মিয়া (৪২) নামে এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি বটতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি’র উপ-পরিদর্শক চপল কান্তি সরকার জানান, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন দুলাল মিয়া। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বটতলি এলাকায় চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি মূর্তি পাচার মামলার আসামি ও তার বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।