ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যাট দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ভ্যাট দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘সবাই মিলে ভ্যাট দেব, দেশ গড়ায় অংশ নেব’- এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ-২০১৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সিলেট: ‘সবাই মিলে ভ্যাট দেব, দেশ গড়ায় অংশ নেব’- এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ-২০১৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর মেন্দিবাগের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় থেকে এ বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মোমেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এনইউ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।