ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাদকসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
দিনাজপুরে মাদকসহ আটক ৯

দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে দেড় কেজি ওজনের একটি গাঁজা গাছ, ৬৭৫ গ্রাম গাঁজা, ৪৯ পিস ইয়াবা ও সাত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শনিবার (১০ ডিসেম্বর) দিনগত রাত থেকে রোববার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সদস্য মো. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।