ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাসিরনগর-গোবিন্দগঞ্জের ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
নাসিরনগর-গোবিন্দগঞ্জের ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া হবে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তুম‍ূলক শাস্তি দিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তুম‍ূলক শাস্তি দিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় বাংলা একাডেমিতে মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা এ ঘটনায় জড়িত তাদের অবশ্যই দৃষ্টান্তম‍ূলক শাস্তির আওতায় আনা হবে। তাদের  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যাতে ভবিষ্যতে বাংলার মাটিতে এ ধরনের কাজের পুনরাব‍ৃত্তি না ঘটে।

তিনি বলেন, খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।