ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আত্মহত্যার প্ররোচণার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আত্মহত্যার প্ররোচণার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

তরুণী‌কে আত্মহত্যার প্র‌রোচণার অ‌ভি‌যো‌গে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতক্ষীরা: তরুণী‌কে আত্মহত্যার প্র‌রোচণার অ‌ভি‌যো‌গে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শ‌নিবার (১০ ডিসেম্বর) মধ্যরা‌তে সাতক্ষীরা শহর থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।

ম‌নিরুল ইসলাম সোনাবা‌ড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কলা‌রোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এমদাদুল হক শেখ বাংলা‌নিউজ‌কে জানান, শুক্রবার (০৯ ডিসেম্বর) ওই ইউনিয়নের একজোড়া তরুণ-তরুণীকে আটক ক‌রে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সোর্পদ করে। প‌রে মনিরুল ইসলাম বিচারের না‌মে গ্রামপুলিশ দিয়ে ওই তরুণ-তরুণীকে বেঁধে সোনাবাড়িয়া বাজারে ঘোরায়। এ অপমান সহ্য করতে না পেরে ওই তরুণী আত্মহত্যা করে।

এ ঘটনায় শনিবার মেয়েটির ভাই ইব্রাহিম হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যানকে আসামিকে করে কলারোয়া থানায় একটি মামলা করেন। এরপর মধ্য রা‌তে তা‌কে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।