ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
 মানিকগঞ্জে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, নারী বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাহিন আহমেদ চৌধুরী, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এসময় জেলার ১শ’ জন নারীর মধ্যে সেলাই মেশিন, ৪৫ জন নারীর মধ্যে ৫ লাখ ৬৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ ও ৯০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।