ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোল্লাহাটে বাসের ধাক্কায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
মোল্লাহাটে বাসের ধাক্কায় নিহত ২

বাগেরহাটের মোল্লাহাটে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। 

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এরা হলেন-মোল্লাহাটের গাওলা গ্রামের চিত্তরঞ্জন রায় (৮০) এবং ফকিরহাট উপজেলার আটটাকি গ্রামের মো. নজরুল শেখের ছেলে ইমরান শেখ (২২)।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে খুলনা থেকে মাদারীপুরগামী একটি বাস মাদ্রাসা ঘাট এলাকা ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় জনগণ এ অবস্থায় তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চিত্তরঞ্জন রায়কে মৃত ঘাষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইমরানেরও মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।