ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেদারপুরে আয়রন ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগে স্থানীয়রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
কেদারপুরে আয়রন ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগে স্থানীয়রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ও রাকুদিয়া ইউনিয়নের মধ্যে সংযোগ রক্ষাকারী কেদারপুর খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে গেছে। ফলে দ‍ুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ও রাকুদিয়া ইউনিয়নের মধ্যে সংযোগ রক্ষাকারী কেদারপুর খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে গেছে। ফলে দ‍ুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয় কলেজ শিক্ষক বাদল বিশ্বাস বাংলানিউজকে জানান, ব্রিজটির লোহার দু’টি পিলার নষ্ট হয়ে যাওয়ার পরও চার বছর ধরে ব্রিজটি কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। এ ব্রিজের উপর দিয়ে গাড়ি, মোটরসাইকেল, ভ্যান, রিকশা চলাচল করতে পারে না। কোনো রকমে বাঁশের সাকো জোড়া লাগিয়ে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে মানুষ চলাচল করছে।

স্থানীয় কৃষক খোরশেদ মিয়া বাংলানিউজকে জানান, এখন ব্রিজটির এমন অবস্থা যে এর নিচ দিয়েও মালামাল নিয়ে যেতে পারছে না কোন নৌ-যান। বহুদূর ঘুরে মালামাল আনা নেওয়া করতে হচ্ছে। ফলে এ এলাকার মানুষের ব্যয় বেড়ে গেছে দ্বিগুণ।

কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম বেপরী বাংলানিউজকে জানান, ২০ বছর আগে এলজিইডি এই লোহার ব্রিজটি নির্মাণ করেছিল। দীর্ঘদিন হয়ে যাওয়ায় এর কাঠামো দুর্বল হয়ে কয়েক জায়গা হেলে পড়েছে এবং অংশবিশেষ ধ্বসে গেছে। এ নিয়ে সংশ্লিষ্ট দফতরকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বাবুগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, ব্রিজটি ভেঙে পড়ার পর কোনো জনপ্রতিনিধি প্রস্তাব পাঠায়নি। ফলে বিগত সময়ে এটি নির্মাণের কোনো চেষ্টাও করা হয়নি। তবে আগামীতে ব্রিজের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এমএস/এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।