ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কক‌টেল বানা‌তে গি‌য়ে বি‌স্ফোর‌ণে আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
 কক‌টেল বানা‌তে গি‌য়ে বি‌স্ফোর‌ণে আহত ২

সাতক্ষীরার কা‌লিগঞ্জে কক‌টেল বানা‌তে গি‌য়ে বি‌স্ফোর‌ণে দুই ডাকাত আহত হ‌য়ে‌ছেন। 

সাতক্ষীরা: সাতক্ষীরার কা‌লিগঞ্জে কক‌টেল বানা‌তে গি‌য়ে বি‌স্ফোর‌ণে দুই ডাকাত আহত হ‌য়ে‌ছেন।  

রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দি‌কে উপ‌জেলার বাজার গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

 

আহতরা হ‌লেন- উপ‌জেলার বে‌লেডাঙ্গা গ্রা‌মের ফজর আলী ও কা‌লিকাপুর গ্রা‌মের ইছা শেখ।  

কা‌লিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লস্কর জা‌হেদুল হক বাংলা‌নিউজ‌কে জানান, বাজার গ্রা‌মের এক‌টি ঘে‌রের বাসায় কক‌টেল বানা‌তে গি‌য়ে বি‌স্ফোর‌ণে দুই ডাকাত আহত হ‌য়ে‌ছেন। তা‌দের আটক ক‌রে সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।