ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে বখাটেদের হামলার ঘটনায় মামলা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
সোনাইমুড়ীতে বখাটেদের হামলার ঘটনায় মামলা 

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

 

বখাটেদের হামলায় নারী-শিশু সহ অন্তত ৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, বারগাঁও ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন রাজিবপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. বাদশা (২৫)। কিন্তু গত কয়েকদিন ধরে উত্ত্যক্তের মাত্রা বেড়ে যায়। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ওই ছাত্রীর বাড়ির সামনে গিয়ে তাকে উত্ত্যক্ত করে বাদশা। এসময় বাড়ির লোকজন তার প্রতিবাদ করে।  

এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে বাদশা, সাইফুল, সুমন ও নাঈমের নেতৃত্বে একদল বখাটে ওই ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তাদের বাধা দিতে এলে ৫ জন আহত হন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা বাংলানিউজকে জানান, স্কুলছাত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রোববার (১১ ডিসেম্বর) বিকেলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।